স্রোত বয়ে চলে আপন গতিতে,
মিলে যায় সে দূরে, সাগরের স্রোতে।
আমারও মন চায়, স্রোতের মতন,
মিশে যাই এক কল্পনার দিগন্তে তখন।

শুনেছ কি নদীর ধীর গুঞ্জন ধ্বনি?
সেখানে লুকানো প্রকৃতির অনুরাগিণী।
মানুষ আমরা, সভ্যতার দীন,
তবু ফেলি ময়লা, করি নদীকে ক্ষীণ।

নদী, তবুও সয়ে, বয়ে চলে চুপ,
করে না সে কোন অভিযোগ, একটুও রুপ।
আমরা ভাবি, ঘর করেছি পরিষ্কার,
তবু প্রকৃতির বুকে ফেলে বিষ ছড়াই বারংবার।

মাছ খায় সেই বিষ, আমাদেরই পাতে,
ফিরে আসে সেই পাপ, ঘুরে চক্রপাতে।
প্রকৃতি সয়ে যায়, মায়ের মতো ধীর,
তবু কি ফিরিয়ে দিই তাকে প্রাপ্য সম্মান আর সম্মতির?