ব্যর্থতাকে এরিয়ে চলা আগামী পথ
কৃষক জেলে তাতীরা এক সাথ!
বহু উদ্যম হৃদয়ে নিয়ে ক্ষত
কামার কুমার ছিল যত!
মানছে না কেউ এমন অখ্যমতা
অগ্নী কন্ঠে বলছে কথা!
ঘুরবে না আর কলের চাকা
পিচঢালা পথ একলা একা!
সবুজ মাতৃ-কোলে পড়বে না লাঙল
ফুটবে না অংকুর না থাকবে বাকল!
মাছে-ভাতে আজ জমাট রক্তের গন্ধ
নিরব সব-ই বধীর সমাজ অন্ধ!
স্বপ্ন ভাঙার পথে অন্যায় দম্ভ
ধ্বংশেই চির মুক্তি হয়ে হতবম্ভ!
রূদ্ধ বন্দী কক্ষতে তন্দ্রা আজ
মিথ্যে দম্ভ কামান রূপে পরুক বাজ!
শিখে না চড়ে সৃষ্টি সুখ যদি চাও
স্ব-স্ব স্থানে উদিত আলোর রেখা ছড়িয়ে দাও!!
৪/১৯
২৯০৮২০১৫