আজ থেকে দেরশ বছর পূর্বে
তুমি এসেছিলে কবিতা,গান , গল্পের ঝুলি নিয়ে
কৌতুহল জাগিয়েছ সবহৃদয়ে তুমি
তোমার লেখা ১৪০০সাল কাব্যের গাথুনি দিয়ে।
আজ বৈশাখের এই নবদিনে
পাখির কলকাকলিতে ভাঙিয়েছ প্রভাত,
তোমার কৌতুহলি লেখাদার হয়নি শেষ
কেটে যাচ্ছে জেগে থাকা অনেক রাত।
তোমার তরে আমার গাঁথামালা
পারবো কি সিক্ত করিতে তোমায়
যখনি খুলি ঐ দক্ষিনাদার,
চেয়ে থাকি সেই সুদূর দিগন্তে
তোমাকে নিয়ে হয় না শেষ ভাবা আমার।
বৈশাখে এসেছ তুমি রাঙিয়ে এ ধরা
কাটিয়ে দিয়েছ তুমি
দেরশ বছর পূর্বের যৌবন খড়া।
উতালা মন আজ হৃদমাদল গান
দিয়েছি তোমার তরে ভরিয়ে এ প্রান।
অভিবাদন পাঠিয়ে দিয়েছি আজিই ২৫শে বৈশাখ দিনে
লুফে নাও তুমি আমার ভালবাসার শব্দমালা তোমার জন্মদিনে।।
{ বিঃদ্রঃ রবী গুরুর ১৪০০ সাল কবিতা অবলম্বনে লেখা এটা
( সময়ঃ-১২ঃ২৮পিএম)