চূর্ণ বিচূর্ণ আত্মারা আজ কেঁদে উঠেছে নিরব মনে বনের কোণে!
করুন সেই আত্ম চিত্কার ঘোমড়ায় আজ বেসুর মনে!!
হাহাকার বুকে সারা নাই তার পাওয়া না পাওয়া বেদন!
জোনাকির ছায়া মেখে সারা গায় কাটছে সময় এমন!!
নগরপুরী নাগরাণী আজ বিভোর ঘুমে একলা আকাশ!
বিভতসতায় ছেয়ে আছে মুক্ত মনের আউলা বাতাস!!
জানালার ধারে চেয়ার পেতে নি:শ্বাসেরা উকি মারে!
যাচ্ছো কোথায় যাবি কোথায় আমি যে আজ একলা ঘরে!!
শেষ হতে রাত নয়তো দেরি রাতের সাথে দিলাম আড়ি!
যাব না আর তোর উঠানে হোক না যতই বাড়াবাড়ি!!
বেসুর গলায় কে ডাকবে আর সুর হারিয়ে এথায় সেথায়!
যাচ্ছি চলে অনেক দূরে কে আটকাবে এবার আমায়!!
রাত পোহাবার ইচ্ছা নিয়ে ভোরের আলোর পানে চেয়ে!
ঘনিয়ে আসছে আলোর রবি আসছে বুঝি এবার ধেয়ে!!

ভোর:-৩:৪০এএম