তার ছিল তখন আঠারো আমার ছিল আঠাশ
অদ্ভুদ সেই প্রেমের নেশা
বাড়িয়ে মনে হাজার তৃষ্ণা
প্রেমের কোন বয়স নাই লাগেনা আঠারো - বাইশ।
আমি তখন ছেলের বাবা
সে ছিল ক্লাশ টেন
গভীর প্রেমে হারিয়ে জ্ঞান
ভালোবাসা তখন বসিয়ে ছিল থাবা।
লাগামহীন মন চায় সারাক্ষন
অনুভূতি গুলো ঘুরপাকে
বিবাহীত হলেও প্রেম ডাকে
প্রেম বিনা সুখ নেই প্রয়োজন।
অবাধ্য মন হারাতে চায়
সীমাহীন পথ পেরিয়ে
বউয়ের চিলে ফোটা ভালোবাসা হারিয়ে
দিগন্ত জুড়ে দৃষ্টি জুড়ায়ে যায়।
সুখের কোন নতুন আশায়
বুকে নিত সে ঠাই
সব ভূলে যখন তখন তার-ই কাছে যাই
ভূলিয়ে সব কষ্ট নিত আশ্রয়।
এমনি ভাবে পেরিয়ে গেল
অনেক গুলো দিন
নতুন সুরে বুকে বাজিয়ে বীণ
কষ্ট ভূলায়ে কাছে এল।
শিক্ষার্থী হিসেবে মেধাবী ছাত্রী
একটু বোকা সোকা
ধমক দিলে কাঁদতে খুলে বেনীর খোপা
অসীম তার প্রেম ছিল প্রিয় পাত্রী।
মেধাবী ছিল আরও ছিল শাখা বিজ্ঞান
বুজতো ভালো রসায়ন
অধিক ছিল আবদার যখন তখন
মাঝে মাঝে চুপ হারিয়ে জ্ঞান।
প্রতিটা রাতে ফুরিয়ে যেত
মোবাইলের যত টাকা
ভিশন ভাবে লাগতো তখন ফাঁকা
অপরাধবোদ জালাতো বুকে জাগিয়ে ক্ষত।
বাউন্ডুলে জীবন ছিল যে আমার
প্রেমে হয়েছিল রঙিন
কষ্ট হলেও লাগতো না ক্লান্তী দিন
নিবেদিত ভালোবাসা থাকুক শুধু তোমার।