আরও একবার হোক না রচিত সোনালী কাবিন
আধুনিকতার ছোঁয়ায় প্রাণে বাজুক নতুন বীণ
যেভাবে গড়ে উঠি সে ভাবেই যেন ভাঙ্গি
জানা এ পুরানো সত্য হউক পথ সঙ্গী
হারিয়ে যেয়ে লোকালয়ে খুঁজে পেতে চাই তোমায়
কালের কলস মায়াবী পর্দা উঠিয়ে ভরেছে মুগ্ধতায়
আরব্য রজনীর রাজহাঁস পায়না খুঁজে আশ্রয়!
বখতিয়ারের ঘোড়া দৌড় আরো একবার যেন হয়
সুখের ঘরে দিনযাপন হচ্ছে কি এখন! সবই ভুল!
আল মাহমুদ ইন ইংলিশ, ব্যাকরণে তুলে শোরগোল
একটি পাখি লেজ ঝোলা ডাকে না সেই মধুময় সুরে!
অভয় বাণী আসবে না জিবরাইলের ডানায় চড়ে!!
পুরানো সেই প্রেমের গল্প কেউতো পড়ে না!
নিঃস্বার্থ ভালোবাসা মন দরজা পেরোয় না!!
ময়ূরীর মুখ প্রেয়সীর সুখ কেউতো বোঝে না!
কই সেই চিৎকার! না কোন শূন্যতা মানি না!!
নদীর ভেতরের নদী আজ বহে না নিরবধি
পাখির কাছে,ফুলের কাছে নেই কোন মিনতি
পড়ে না কেউ আগের মত কিশোর সমগ্র!
পিছিয়ে পরা সমাজটা আজ হচ্ছেনা অগ্র!!
প্রেম প্রকৃতির দ্রোহ! প্রার্থনার কবিতা!
ধুলো মাথা পুরানো এ্যালবামের সেই ছবিটা!!
পানকৌড়ির রক্তে ডুবে আছে হিংস্র মানবতা!
মিথ্যে গৌরবে পরাজিত অর্জিত স্বাধীনতা!!
কবির সেই আত্মবিশ্বাস নেইকো আগের মত!
অবিশ্বাসের পাথর শোকে বুকে হাজার ক্ষত!!
নোলকটা হারিয়ে গেছে এসেছে নথ হেথায়!
হারিয়ে গেল সুদিন গুলো! সুখের অবহেলায়
ফিরে পেতে চাই! রাজকুমারের গপ্প আর শ্লোক!!
চলো খুঁজে আনি! মায়ের হারিয়ে যাওয়া নোলক!
হাত তুলে করি প্রার্থনা রহমতের দুয়ার খোল মাবুদ
বেঁচে থাকো হাজার বছর!শ্রেষ্ঠ কবি আল-মাহমুদ।।