স্বরচিত কবিতা
কলমে- জয়ন্ত কুমার সামন্ত
শিক্ষক, রামচক রামেশ্বর বিদ্যামন্দির
বিদ্যাসাগর
করুনা যাহার অবারিত ধারা
বহিয়াছে খর বেগে,
জ্ঞানের আলোকে জ্বালানো সে দীপ
অমলিন, আছে জেগে ।
মানুষের ভালো যাহার ধর্ম
কর্ম ই যাহার বানী
মানুষের রূপে ঈশ্বর হন
সে তো আপনারে দেখে জানি ।
বাংলা ভাষায় কীর্তি তব
রক্ষা করেছেন নারী,
বর্ম দিয়াছ, শিক্ষা দিয়াছ
বালবিবাহে টানিছ দাঁড়ি ।
চোখের জল বাঁধ মানে নাই
দুঃখী , অসহায় তরে
ঘুচাইতে দুখ যা কিছু তব
দিয়াছ দু হাত ভরে ।
সাতপুরুষের ধর্ম ভীরুতা
উপড়ে ফেলিছ টানি
বিধবা-বিবাহ আপনি দিয়াছ
শাস্ত্রের ভাষ আনি ।
মাতৃভক্তি অপার তব
দামোদরে দিয়াছ ঝাঁপ
পৌরুষ তব অজেয়
অক্ষয় মানবিকতার ছাপ ।
শত দারিদ্র্যে , শৈশবে তুমি
নোয়াওনি তো শির
পথবাতির আলোয় পড়া
একমাত্র পন্ডিত বীর ।
জ্ঞানের আলোক ছড়ায়ে দিয়াছ
তুমি সে নূতন সূর্য ,
মহামানব, বিদ্যাসাগর
অপার তোমার শৌর্য ।