আগমনী
জয়ন্ত সামন্ত
একপশলা বৃষ্টি ছাড়িয়ে পেঁজা তুলো নীল আকাশে,
ঘাসের আগায় মুক্তো মানিক,শিউলি রাঙায় সবুজ ঘাসে।
জল থৈ থৈ ঝিলের ধারে,নীল সাদা রং ছবি আঁকে
কাশেরা সব হাওয়ায় দোলে ছোট্ট নদীর আঁকে বাঁকে ।
কাশফুলেরা নাচছে যেনো ধাং কুড়াকুড় ঢাকের বোলে
আগমনীর সুরে মাতাল মনভ্রমরা উঠছে দুলে ।
স্মরণপটে উঁকি মেরে খুশির সেদিন ফিরে পাওয়া
বছর ঘুরে আসছে সেদিন পুরন হবে চাওয়া পাওয়া ।
ছোট্ট শিশুর বাঁধভাঙা সুখ,পাবে সে এক নূতন জামা
কৈলাশে ঘর গুছিয়ে এবার ফিরছে মোদের ঘরে উমা ।
আর বাকি নেই আসছে সেদিন ভোরের আগে জেগে ওঠা
নূতন করে আর একটি বার মহালয়া দেখতে ছোটা ।
ছোট্টবেলায় বিছানাতে কান পেতে ঐ রেডিও শোনা
আটকে ও চোখ ঘড়ির কাঁটায় সময় যেনো আর কাটে না।
আগমনীর সুর ছড়ানো আকাশ বাতাস নূতন সাজে,
আর কটা দিন ধৈর্য্য ধরো আসছে মোদের দুর্গা মা যে ।