জীবনের পান্ডুলিপি গুলো বিশ্বাস ঘাতক হয়ে
ধ্বংসযজ্ঞে মেতেছে আজ,
জালিয়া পুরিয়া ছাড়খার করবে সে আমায়।
আমার সমস্ত অস্তিত্ত জুড়ে
ঝলসে যাওয়া মাংসের গন্ধ।

বিদ্রোহী পংতিগুলো জীবন নাটকের
প্রহসন চরিত্রে আমাকে আর্তচিৎকারে কাদায়,
ছন্দহীন জীবনের বিষাদ সমুদ্রে ভাসায়।
সব হারানোর হাহাকার দু:স্বপ্নের মতো,
আমাকে তাড়িয়ে বেড়ায় অনবরত।

আমি ক্লান্ত নিয়তির এই দাসপ্রথায়;
জীবন কাব্যগ্রন্থের কোনো প্রলাপ
আমার আর সহ্য হয় না,
আমি আর ভালবাসাহীন কবিতা চাই না।
দৃঢ় প্রতিবাদ,
আমি আর ছন্দহীন আসাড় কোনো পংতিমালা নেব না,
পরাধীন হবার মতো যন্ত্রনাময়
কোনো প্রহসন চরিত্রে অভিনয় করবো না।