আকাশের প্রবল অশ্রুপাতে
মাটির মহা উৎসব
মহাশূন্যের ঘাড়ে শূন্য ঝুলে
শূন্যের শাখা পল্লব।
রাজার বাহুতে অন্ধের লাঠি
তলোয়ার নিয়ে অন্ধ
ইঁদুর-গর্তে সিংহ কুপোকাত
পালাবার পথ বন্ধ।
মশার শোরগোলে ক্রুদ্ধ হাতি
গলায় ঝুলালো ফাঁসি
বিচার আসনে শিয়াল মামা
পিঁপড়ের অট্টহাসি।
মাছের মায়ের সন্তান শোকে
অর্ধনমিত রাজ মাথা
ব্যঙের লেগেছে সর্দি ভীষণ
পুকুরকে জড়াই কাঁথা।
শকুনের দোয়ায় মরা গরুতে
হায়েনার কঠোর থাবা
দাসের ঔরসে মালিক জন্মে
শিশুর গর্ভে তার বাবা।
মধু মাছি আর দুধের মাছি
নষ্ট মাছি পুঁজ চাটে
মশার রক্ত পাক কি নাপাক
এই দ্বন্দ্বে দিন কাটে।
©উদাসকবি