#মৃত্যুদূত
🖋️আহমাদ সাজিদ উদাসকবি
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
চারপাশে শুনি মৃত্যুধ্বনি
ভয়ংকর কী অদ্ভুত
শিয়রে বসে আদর করে
আত্মধৃত মৃত্যুদূত!
মাথার উপর যে আকাশ
ব্যঙ্গ করে মেঘনাদ
তাকে শোনাই শূন্যতা অতি
নিজ পানে ধন্যবাদ।
মাছির রক্তে শিউরে ওঠে
মানব জাতির মন
আদমের রক্তপানে তাই
করছে রক্ত শোধন।
জটিল কিছু মাহাত্ম্য কথা
কানে বাজে হাম্বা ধ্বনি
এখানে সব গোয়ালঘরে
মানবের আগমনী।
ভালোবাসি তাকে, কাঁধে বসে
যে শোনায় কানে ধরে
আমাদের রক্ত শোষণ এ
ধ্বংস, অতি যত্ন করে।