আমিহীন তোমার পৃথিবী থাকবে আপন সবাই
একই বৃত্তে আগের মতো চলবে জীবন লড়াই
কেউ কারো নয় তবু সবাই আপন
একসাথে মিলেমিশে জীবন-যাপন
বিপরীত স্রোতে তবুও করি না আমিত্বের বড়াই
চাঁদহীন আকাশে তাঁরার সাজে
নিজকে খুঁজে ফিরি নিজের মাঝে
ভিতর বাইরে একই সময়ের চড়াই উৎরাই।