অবশেষে °°°
অনেকগুলো "কিন্তু" নিয়ে ফিরলেন তিনি ঘরে।
তারপরও
ভাবছে জনতা, কে কাকে পড়ায় টুপি সংসারে।
ইদানিং
ভাবছি ভীষণ ভ্রু কুঁচকে বন্ধ রেখে মুখ
যদি
এমন করে সবার ঘরে আসতো ফিরে সুখ
তাই
ভীষণ রকম ব্যস্ত মাধ্যম তারহীন জগতে
তবুও
তারা শোকরিয়া গায় উপরওয়ালার রহমতে

এমন করে
আসুক ফিরে ঘরের মানুষ, ভাবছি যাদের গুম
সুতরাং
দে ফিরিয়ে তাদের ঘরে মিলন-মেলার ধুম।

©উদাসকবি