১.
অর্থের দাপটে কোণঠাসা নীতি
স্বাধীনতা, শ্রুতিমধুর শব্দ ঝংকার
তবুও ভালো ভোটের বিলাসিতা।
২.
অবিসংবাদিত নাকি মিথ্যুক?
প্রবঞ্চণা, ধোঁকা কিংবা ত্রাস
স্বৈরতন্ত্রের মোলায়েম আঘাত।
৩.
ভঙ্গি বিজ্ঞেপণ, ফটো সেশন
ক্যামেরা, লাইট, খবরের দূত
ঠোঁটের রঙ ভালো নয়!
৪.
ধনাত্মক শব্দের স্বৈরসুরে
গণতন্ত্র এখনো বেঁচে আছে
রাজনীতির কৃতদাসে।
৫.
উন্নয়ণের বাতিঘর সংকেতে...
লাল, নীল, সবুজের ভীড়ে
কালো আর সাদার খেলা।