ভোরের আলোয় রঙিন যখন মুখ
ঝিরিঝিরি হাওয়াতে লাগে মন সুখ
তাপানুকূল এই না রেশ
দিনের প্রথম পরিবেশ
ভুলে যাই তখন তীব্র দাহের দুখ।
©উদাসকবি