▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
উড়তে থাকা বস্তুগুলো
হঠাৎ পড়ে যায়
বাড়তে গিয়ে সীমা ছেড়ে
উচিত শিক্ষা পায়!

জোয়ার-ভাটা, সুখ-দুঃখ
সতত পাশাপাশি
সত্য বিধান  গল-কন্ট
স্বপ্ন-ভেলায় ভাসি।

উত্থান যতো তাড়াতাড়ি
পতন সন্নিকটে
রাজার হস্তে প্রজানীতি
কাঙাল মরে বটে।

গভীর রাতে স্বপ্ন দেখে
তিমির কেটে ভোর
কষ্টের পর সুখ হাসি
কাটে মনের ঘোর।

এই ক্ষমতা, শক্তি, দম্ভ
হিংসা বাড়ায় মনে
পদ-পদবী চলে গেলে
ঘোর খুঁড়বে জনে।

⛔পুনশ্চঃ প্রতিটি বাড়ন্ত জিনিসের পতন আছে।