🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
তড়িৎকর্মা নানান কল্পে
জাতি হলো বোকা
উন্নয়নের গল্প তোমার
সবই ছিলো ধোঁকা।

তেলবান্ধব তোষামোদি
প্রিয় তোমার ছিলো গদি
জাতির বুকে করলো ছেদ
হিংসার ঘুণপোকা !