▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
নামফলকের লুটপাটে
চাপ পড়েছে বাজার-হাঁটে
ফটকাবাজের উন্নয়ন।
রূপকল্পের তাই নানা পাঠে
ভুগছে জনগণ।

মাটির নিচে জ্বলবে বাতি
ইঁদুর পিঠে চড়বে হাতি
নেতা যাবেন চাঁদে।
খোয়াবঘরের তেলেসমাতি
আমজনতা কাঁদে।।

কুমড়ো দিয়ে বেগুন মারি
কাঠাল চেপে গোশত ছাড়ি
নানা পদের ভোজন
রান্নারাণির আহার-বাড়ি
উন্নয়নের সুজন।

টাক মাথাতে বেল ফেটে
তেল মেরেছে সর্ষে ঘেঁটে
গদির লোভে পড়ি।
নাক ভেঙে আর কান কেটে
পরের যাত্রা রোধ করি।।