▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
উন্নয়নের চাঁপে পিষ্ট স্বদেশ
রুগ্ন পৃথিবীর আয়না!
নবজাতকের হাতে ধ্বংস মশাল
হিংস্র শিশুত্বের বায়না।

মুখসর্বস্ব কিছু ক্ষমতাপিয়াসী
জবানযুদ্ধে করে মাতামাতি!
জীবাণুর হাতে আইনের ধারা
বাকরুদ্ধতায় নির্বোধ জাতি।

পাগলেরা সব আজ মন্ত্রণাগৃহে
সেপাইর হাতে দন্ডবিধান!
উদ্ভট এখন আধুনিক খোলসে
নগ্নতাই সভ্যতার নিশান।।

ধর্মীয় বিধানে লেগেছে গ্রহণ
উপাসনালয়ে শকুনের ছায়া।
বেশ্যালয়ে খোঁজে পবিত্র পাপী
নরকের অতলে শান্তির কায়া।

রাখালের হাতে শিক্ষার ছড়ি
শিক্ষিত তাই ছাগলের পাল!
মাঠে ময়দানে মূর্খের সংলাপ  
শয়তান চাটে তাদেরই গাল।

ফুলের সুরভীতে মাতে না কেউ
বিষ্ঠাতে লেগেছে কাড়াকাড়ি!
পাঠশালা মাঠে ছাগলের মেলা
বর্ণমালায় অজ্ঞতা বাড়াবাড়ি।  
💠💠💠💠💠💠💠💠💠
🔘০৯-০১-২০২৩ ♦️রোম