°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মাথার শক্তি, বুদ্ধির কাছে হেরে যায় পেশী
কথার চেয়ে লেখার দাম মান্যে আরো বেশি
মুখের চেয়ে মূল্য বেশি কাগজে এক সই
কিসের তবে গর্ব বড়াই❓ মিথ্যে হইচই।
কলমের কাছে অর্থদণ্ড, বর্ণমালা রাজ
কাগজের ফুল গন্ধহীন তবু কারুকাজ।
আবেগের কাছে পরাজিত বিবেকের ঢেউ
সময়ের সাথে আপোষে মানে না সত্য কেউ।
সৃষ্টির সেরা মানবজাতি গঠনে মননে
সুন্দর কায়ায় জড়ানো মায়ায় সর্ব প্রতি
স্রষ্টার কাছে নিজেকে সঁপো আত্ম সমর্পণে
তবেই হবে শ্রেষ্ঠ জাতি সৃষ্টির সেরা অতি।
নিজেকে রাখি সবার তরে সময়ে ভীষণ
মিলেমিশে বাঁচি সবে, গড়ি উন্নত জীবন।।
©উদাসকবি⛔
🗓️০২ আগস্ট ২০২১🕰️২ঃ৩২
🖼️কাপাসিয়া, গাজীপুর