হাওয়াতে ভেসে বেড়ায়
জীবনের যতো আব
শুষ্কতায় কাঁদে হৃদ্যতা
নারকেল গাছে ডাব!

সময়ের স্রোতে দাঁড়ায়
সমস্যার কড়া প্রাণ
সমাধানে রক্ত প্লাবন
গোলাপের তাজা ঘ্রাণ।

আকাশের ভরা ক্রন্দনে
মৃত্তিকায় দেখি জয়
চারপাশ ঘিরে উল্লাসে
প্রকৃতির যত ভয়।

দরিয়ার প্রাণ অর্ণবে
সৈকতের চেনা ছন্দ
শকুনের চোখে পৃথিবী
বারূদের তাজা গন্ধ।

হিসেবের যোগ বিয়োগে
গোলমালে সব পাতা
বসন্তের শেষ অধ্যায়ে
নিরক্ষর তব খাতা।