এখন খোলা আকাশ জীবন, থাকে না ঢাকা
ঘুমোতে যাই শোনে তোমার এই নাক ডাকা
বিচিত্র শব্দ আর উৎকট সাজে
তোমার নাসিকায় সঙ্গীত বাজে
তবুও মধুর লাগে, না বাজলে যে বুকটা ফাঁকা।