ঝড়ের হাওয়া গাছের পাতায়
দেশি হাওয়া, বিদেশি হাওয়া
গাছ নির্বাক নিশ্চল
ভয়ে আছে পথিক, আশ্রিত মুসাফির।
ফলাফল নির্ধারিত, বাহানাটা নবায়নে
ক্ষুব্ধ সময়, লোভী মহাজন
অজানার ভান করে শিকড়ের এই মাটি
গাছ তবুও নির্বাক অমায়িক
ভয়ে আছে শাখা-পল্লব, আশ্রিত মুসাফির।
শিকড় উপড়ে গাছ পড়ে জমিনে
পাতাগুলো কাতরায়, কান্ডের আহাজারি
গাছ তবুও নির্বাক, দেহটা বিলিয়ে
কাঠ চিরে রস খায় পেশাদার কারবারি
পড়ে থাকা গাছের কান্ডে বসে ভাবে-
সময় তাকে নিয়ে যাবে কতদুর
একটু ক্লান্তিতে তন্দ্রাতে তলিয়ে
আশ্রিত মুসাফির।