▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

চারিদিকে আজ রণতূর্য
পূর্বাকাশে ঐ দেখা যায় -
নয়া যামানার নতুন সূর্য।


ওরে নেংটি ইঁদুরের দল
মাঠে নেমেছে ছাত্র জনতা
স্বৈরাচারের ভেঙে গেছে বাঁচার মনোবল।


খুলে গেছে স্বৈরাচারের বাকল
শোনো হে চাটার দল-
তোমার গুরুমাতাজি আস্ত পাগল।


ছিঁড়ে গেছে পালের দড়ি
ভাগছে মাঝি-মাল্লা-
যাচ্ছে ডুবে তার সোনার তরী!


গর্তে ঢুকে যান স্যার!
নিরাপদে থাকতে-
টু শব্দ কইরেন না আর।


বাঁচতে চাইলে এখনই ভাগুন
বুঝতে চেষ্টা করুন-
দেশে এসেছে বিজয়-ফাগুন।