🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
তবুও বেঁচে থাকি, সেই জন্য কাঁদি
এখনো বেঁচে আছি, তাই ভাত রাঁধি।

তবুও হাসতে পারি
এই মন বাড়াবাড়ি
সূর্য নেমেছে পাড়ে, তবু ঘর বাঁধি!
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
©আহমাদ সাজিদ উদাসকবি