টিয়ার সাথে পরকীয়ায় যাচ্ছো খেলে হেসে
পিয়া তোমায় ভুল বুঝবে কাঁদবে অবশেষে
হঠাৎ প্রেমে যতোই মধু
লাউ কিন্তু সেই-ই কদু
ভালোবাসার ছলাকলায় যেও নাকো ফেঁসে😭
©উদাসকবি

পুনশ্চঃ
শব্দকবি রুহুল আমিন এর প্রতি