থলের বিড়াল রঙ মহলে
লাফ দিয়ে বের হয়।
ছলাকলার কুট-কৌশলে
দেখায় লোভের ভয়।

ভানুমতির ভেলকি চালে
দুধের গাভি ঝুলছে ডালে
ইঁদুর ছানায় মধুর ঢেঁকুর
তৃপ্ত জিভে রসালয়।

@উদাসকবি