১.
সবাই বাঁচিয়ে চলে ঘাড়
চাই শুধু পদ ও পদবী
নিতে চায় না কোনো দায়ভার।

২.
যাই ঘটুক না কেন হবে তদন্ত
নাই কারো মাথাব্যথা একদম
ফলাফলের অপেক্ষায় অনন্ত।

৩.
সুদ কিংবা ঘুষ, খাই মন ভরে
ভিতরে ঈমানটা তবুও রাখি পাক্কা
স্বচ্ছ নির্মল অন্তরে।