পথ চলতে থমকে দাঁড়াই
থমকে গিয়েই হুমকি খাই
করি নাকি তালবাহানা।
লোকদেখানো ঠমক ভবে
মানিয়ে নাকি চলতে হবে
ধরতে হবে ভাবখানা।।
মনের কষ্ট বুকের মাঝে
দাফন করে আপন সাজে
হাসিমুখে থাকতে হবে।
উচিত কথা গলার কাঁটা
বলতে গেলে পড়বে ঝাঁটা
চুপের মাঝে শান্তি তবে।।
এমন করে জিন্দা লাশের
ঘর বানিয়ে থাকি তাসের
শূন্যে উড়াল মনের সুখ।
আপন দেহে পরের মন
পরের অন্ত্রে নিজের ধন
এই সংসার মায়ার মুখ।।