🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
পৃথিবীতে এইদিন আর কোনোদিন আসে না ফিরে
এই যে ক্ষণ তারিখ গণন সময়ের পালাবদল ঘিরে
হারিয়ে যায় সময় থেকে
চিরতরে আপনাকে ঢেকে
আসবে না আর সবুজের বুকে গ্রহ নক্ষত্রের ভীড়ে।
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
উদাসকবি
২২-০২-২০২২