এই শহর
স্বপ্নে ভাসে
রাত্রি নিঝুম পরিবেশে
বৃষ্টিস্নাত মধ্যপ্রহর,
হঠাৎ আলোর ঝলকানিতে
এই শহরে স্বপ্ন হাসে।
এই শহর
হঠাৎ কাঁদে
রাতের শীতল নরম সুরে
ঝিরিঝিরি হাওয়ায় দোলে
স্বপ্নেরা সব মেঘবিলাসি
সংগোপনে কাঁদে
চোখের পলক মুগ্ধতা মন
মেঘনিনাদের খপ্পরে
এই শহরে স্বপ্ন ভিজে।