আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামীন
তারই প্রেমে সিক্ত হতে হবো আমি বেদুঈন
ওগো নবী মায়ার চাদর
দোজাহানে দয়ার সাগর
এই পৃথিবীর নূরনবী সাইয়্যেদুল মুরসালীন।
ওগো নবী বাশির নাযির
নেতা তুমি সকল নাবীর
শাফায়াতে ধন্য করো খতামুন নাবিয়্যিন।
ওগো নবী শান্তি-ছায়া
বিশ্ব পেলো মুক্তি মায়া
তোমায় ডাকি আলকুরআনে ত্বহা, ইয়াসিন।