সবকিছুই যায় বুঝা, মানুষ বুঝা দায়
অচিন কিছুই রয় না, তবুও থেকে যায়।
শিশুর পিঠে গাঁধার বোঝা
মানুষ হওয়া নয় সোজা
অমানুষে এই পৃথিবী জীবন খুঁজে পায়।
যায় সহজে সবই চেনা
সুলভে সব হয় যে কেনা
জেতার লোভে বোকা হতে মানুষ শুধুু চায়।
অজানা সব জানতে গিয়ে
জানার মাঝে যায় হারিয়ে
আপনাকে জানতে গিয়ে মানুষ ধোঁকা খায়।