সুখ কিনতে পয়সা খুঁজি
কামাই শুধু কষ্ট
ভালো লাগার খোরাক বুঝি
আমায় করে নষ্ট।

সুখবিলাসী মনের তরে
কষ্টবোঝাই বুকের পরে
এই জীবনে সময় পুঁজি
দুঃখের ঘরে স্পষ্ট।