▪▪️▪️▪️▪️▪️▪️▪️▪
লেখার মাঝে পাই আনন্দ
সুখের কিছু রেশ
এই কবিতা লিখতে বসে
বছর হলো শেষ!!

শব্দের তরে ছন্দ গড়ার
পাঠ্য জীবন ঘেঁটে
ছড়ার মাঝে সুখ খুজতে
বছর গেলো কেটে!!

প্রাণ উল্লাস কথার মাঝে
মায়ার বাণী থাকে
একের মাঝে সবার বাস
একই বৃত্তে ডাকে!!

যেই কবিতা জাতির ঐক্য
এমন পদ্য চাই
শব্দ দূষণ দুরেই ঠেলে
আপন করে পাই!!

কথার বিষে যে জন পিষে
মন্দ মানুষ তারা
মানব জাতি সবার সেরা
দুষ্টু খান্নাস ছাড়া!!

আপন করে বাঁধতে চাই
আমার লেখা ছন্দে
নতুন বর্ষ আসুক হর্ষে
কাটুক সুখানন্দে!!