◽◽◽◽◽◽◽◽◽◽
প্রতিশোধে সুখ কভু থাকে না অম্লান
ক্ষমার আনন্দ থাকে আমৃত্যু বহমান
প্রতিহিংসায় প্রতিশোধ
হারিয়ে যায় জ্ঞান-বোধ
চাওয়া পাওয়া জীবনে অটুট সম্মান।
অতি রাগে বেশি ক্ষতি
থাকে না আর সম্প্রীতি
পরের তরে জীবনে রাখো অবদান।
ক্ষমা করো দুআ করো
মানবতায় জীবন গড়ো
সুখময় জীবন তোমায় দিবে রহমান।
💠💠💠💠💠💠💠💠💠💠💠
🔳১৮ মার্চ ২০২২ 💿 ১১ঃ১০
📝রোম