একজন লোক খুঁজছি
নিজের গল্পগুলো শোনানোর জন্য একজন ভালো শ্রোতা দরকার
যে খুবই মনোযোগ দিয়ে শুনবে আর হু হু করে যাবে
নিজের গল্প, বুকের ভিতর জমে থাকা
দম আটকে রাখা কষ্টের গল্প, ব্যর্থতার গল্প
অনেকদিন ধরে একজন ভদ্র ও সুশীল শ্রোতা খুঁজছি
শোনার জন্য পারিশ্রমিক দেবো,
মনোযোগের জন্য বোনাস দেবো
তবুও একজন শ্রোতা খুঁজে পাচ্ছি না
অন্যের গল্প শোনার লোক নাই, সময় নাই
গল্প বলা আর গল্প শোনার সেইদিন আর নাই।
শরীরে অসংখ্য চুলকানির স্থান
চুলকে দেবার লোক খুঁজছি
ঘন্টা হিসেবে টাকা দেবো, উপড়ি দেবো
আগে জানতাম চুলকে দেবার লোকের অভাব নাই
এখন দেখি চুলকানোর লোক নাই
বুঝতে পারছি, সেইদিন আর নাই।
আকাশে জোছনার ঢল, একাদশী চাঁদ
মেঘমুক্ত এক রুপালি রাত
নদীর জলে জোছনার ছায়া দেখার সঙ্গী খুঁজছি
সঙ্গ দেবার পারিশ্রমিক দেবো
সময় কাটানোর জন্য বোনাস দেবো
কিন্তু সঙ্গ দেবার লোক নাই, জোছনা দেখার চোখ নাই
ভর পূর্ণিমায় জলবিহারের বিলাসিতা করার
সেইদিন আর নাই।
অনেকদিন শান্তিতে ঘুমাতে পারছি না
একটা নির্ঝঞ্ঝাট প্রশান্তিময় ঘুম দিতে চাই
ঘুমপাড়ানি গান গেয়ে, মাথা বানিয়ে
ঘুম পাড়িয়ে দেবার লোক খুঁজছি অনেকদিন ধরে
ঘুম পাড়ানোর পয়সা দেবো
মাথা টেপার উপড়ি দেবো, বোনাস দেবো
কিন্তু ঘুম পাড়ানোর লোক নাই, দক্ষতা নাই
ভালো করে ঘুম দেবার সেইদিন আর নাই।
চারিদিকে সব আছে, আমার কিছু নাই
চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে
শুধু দেখার কিছু নাই, দৃষ্টিহীন জনতার ঢল
শোনার ক্ষমতা নাই, শ্রবণহীন গণবিস্ফোরণে
গন্ধহীন সময়ের তান্ডবে ইন্দ্রিয়ের অক্ষমতা
বাকপ্রতিবন্ধী জনগণের মৃত্যুময় বেঁচে থাকা।
একটা মিছিল করতে চাই
ধ্বংসের প্রতিবাদ আর ন্যায্য অধিকারের দাবিতে
লং মার্চ কিংবা গণঅনশন।
মৃত্যুর মিছিলে হারিয়ে গেছে বিবেকের হাহাকার
একটি ভোটের অধিকার জাতিকে করেছে পঙ্গু
আইনের অধীনে, সংবিধানের দোহাই দিয়ে
স্বাধীন ভাবে নিষ্পেষণ আর দুঃশাসনে
একটি জাতি আজ মৃত্যুর গহ্বরে।
একটি শব্দ করার সুযোগ আর নাই
শান্তিময় মৃত্যুর অপেক্ষায়
বেঁচে থাকার সেইদিন আর নাই।