তাপের চাপে ক্লান্ত শরীর
ভিতর বাইরে শুধুই গরম
তবুও শীতল চক্ষু সজল
ঝরছে যেথায় অশ্রু পরম।
গরম বাতাস চরম আকাশ
মেঘের সাথে চলছে আঁড়ি
কথার তাপে পুড়ছে হৃদয়
অশ্রুবিলাস আমার বাড়ি।
গরম জমিন ফাটছে পরম
কাঁদছে বুকে চরম খরায়
আমার আছে চোখের জল
তাপানুকূল জীবন গড়ায়।
আগুন হাওয়া বইছে জোরে
হৃদ প্রকৃতি হচ্ছে বিকল
জীবন নামের মরুভূমি
অশ্রু দিয়ে করছি শীতল।