ঘোর অমানিশা চিরে যেভাবে এসেছে ভোর
যেখানে খুলেছে হাসি-মুখে প্রভাতের দোর।
সকাল পেরিয়ে দুপুরে হাসে সূর্যের আলো
হঠাৎই আকাশ হতে পারে মেঘরঙ কালো।
কিংবা পারে ঝরতে সেখানে বাদলের ধারা
বিষ প্লাবনে ছড়িয়ে দিতে হিংসের ফোয়ারা।
মাঝ আকাশে বিকশিত সূর্যের এই হাসি
গ্রহণের ফেরে লুকাতে পারে সীমান্তে ভাসি।
আহ্নিক গতিতে এগিয়ে চলে সময়ের ঘড়ি
সূর্যটা ঢলে পড়ে পশ্চিমের দিগন্ত ধরি।
বাঁধা টপকে দিন হেরে যায় রাতের টানে
সময়ের পালাবদলে আবারো ঘোর পানে।
রাত না হোক দীর্ঘ, প্রার্থনা সদা জনতার
রাত্রি বিনাশ সূর্যের আলো আসবে আবার!!
ডুবে যদি যায় কখনো সূর্য জীবনাকাশে
ফিরে না কভু জেনেও মন অজানায় ভাসে!!
🖋️আহমাদ সাজিদ উদাসকবি