সিভিতা কাস্তেলানা থেকে বাসে করে মন্তেবেল্লো
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার দুপাশে প্রকৃতির অপরূপ ভালোবাসা।
সবার চোখ খোলা থাকলেও আমার চোখ বন্ধ
আসলে গাড়ির ঝাঁকুনিতে তন্দ্রাগ্রস্ত রোগ আমার
বিছানার কোমল পরশে ঘুম না আসলেও
গাড়িতে ঠিকই স্বপ্নবিলাসী ঘুম চলে আসে
আমার সঙ্গী বললো কপাল কুঁচকে
"আপনি তো ঘুমিয়েই জীবন পার করে দিলেন!"
আমি বললাম, এটাই তো শান্তি, জীবনের সফলতা
সময়ের মানচিত্রে আপনার কয়টি ঘুমের রেখা
জীবনে কয়টি প্রশান্তিময় ঘুম দিলেন
এটাই জীবনের প্রকৃত সুখের স্বরূপ।
সঙ্গী ভ্রু ভাঁজ করে বললেন, উদ্ভট যুক্তি
পুরো রাস্তার সৌন্দর্য থেকেই আপনি বঞ্চিত হলেন
মাঝখান থেকে হাত থেকে মোবাইলটা পড়ে
সেলুলারের স্ক্রিনটা মাকড়সার জাল হয়ে গেলো!
আমি বললাম, কী অসাধারণ স্বপ্নটাই না দেখলাম
মোবাইলের চেয়ে এটা অনেক দামি।
তিনি বললেন, স্বপ্ন তো ঘুমালেই দেখতে পাবেন,
এমন দৃশ্য আর কোথায় পাবেন?
আমি বললাম, প্রকৃতির এইরূপ ওখানে সব সময়ই থাকবে
আমার স্বপ্নটা সৃষ্টিময় গতিশীল, এটা কখনোই পুনরাবৃত্তি হয় না
তিনি রেগে বললেন, স্বপ্ন দেখে কী লাভ?
আমি ক্লান্তস্বরে বলি, পাহাড়ি সৌন্দর্য দেখে কত লাভ?
তিনি বললেন, মনের খোরাক! অন্যরকম সুখ
আমি বললাম, আমিও তো অন্যরকম সুখের সন্ধানে স্বপ্ন দেখি
স্বপ্নে খুঁজে পাই লেখার রশদ।
আমি লেখে আনন্দ পাই, পাই সুখের সন্ধান।