যদিও জানি আত্মহত্যা করা মহাপাপ।
এটাও জানি,
মানুষ আত্মহত্যা করে জীবন থেকে পালাতে।
আমি নিজেও মানুষকে আত্মহত্যা না করার পরামর্শ দিয়ে থাকি,
জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে
অনুপ্রেরণা ও গঠনমূলক উপদেশ দিই।
কিন্তু
মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় যে, আমার নিজেরই বেঁচে থাকা অর্থহীন মনে হয়।
শুনতে অবাক লাগবে,
এখন মাঝে মাঝেই আত্মহত্যা করতে মন চায়।
যখন ভাগ্য আর সময় আমার সাথে প্রবঞ্চনা করে।
যখন আপনজন, কাছেরজন, আত্মীয়স্বজনের কাছ থেকে হৃদ্যতা, ভালোবাসাটুকু না পাই,
যখন নিজেকেই বিশ্বাস করতে পারি না।
যখন আত্মাটা আমার সাথে ধোঁকাবাজি করে
যখন মনে হয় কেন আমি জন্মালাম?
কেন এতো বোকা হলাম
কেন এতো অথর্ব
এতো সরল হলাম
কেন আমি মানুষ হলাম!
কেন এই পৃথিবীর চলমান চক্র?
এতো ধোঁকাবাজি!
এতো শঠতা, নিষ্ঠুরতা, হিংস্রতা?
যখন চারপাশ আমার জন্য রাত হয়ে যায়
তখন আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে!
নতুন ভোরে আমি নতুন করে জন্মাতে চাই।
নতুন করে, নতুন কোনো প্রাণে!