মাঝে মাঝে নিজেকে ভেঙ্গে দিতে চাই
ভেঙে ভেঙে জং ধরা মনটাকে খাঁটি করতে
এই মৃত্তিকাবৃত খাঁচাটাকে কষ্ট দিতে চাই
মাঝে মাঝে নিজেকে জর্জরিত করতে চাই আঘাতে
কাঁটার আঘাত, চাবুকের আঘাত
রক্তের প্রবাহ তুলতে সারা দেহজুড়ে
মাঝে মাঝে নিজেকে কাঁদাতে চাই নয়নবারিতে
অশ্রুর বন্যায় মনটাকে ক্ষত-বিক্ষত করতে
দেয়ালে মাথা ঠুকে কাঁদতে চাই।
মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায়
সবার কাছ থেকে, সবকিছুর আড়ালে
নিজেকে নিতে চাই গুটিয়ে সব ব্যস্ততাকে চাঁপা দিয়ে
কোনো এক অজানা সময়ের ডানায় চড়ে
অচেনা কোনো এক প্রান্তরে নির্জনবাসে।