কূপের বালতি হাত বদল হয়
পানি কিন্তু উঠতেই থাকে
শুধু অজানা থেকে যায় জমিনের পরিচয়
তরবারি ভেঙে যায়
তবুও ধার ঠিকই থাকে
যায় না বলা, কখন সে কাকে কাটে।
মেঘ জমে আকাশে
বৃষ্টি ঝরুক কিংবা না পড়ুক
ছায়া পড়ে পৃথিবীর মৃত্তিকাতটে।
ক্লান্ত পথিক যখন বিশ্রামে
ভাবে একদিন পাবে অবসর
ক্লান্তি দুর হয়, নতুন করে পথচলায়
শুধু মেলে না অবসর
পাওয়া যায় না পথের ঠিকানা।