স্থানান্তরিত হবে জোয়ারের পানি
মেঘ হবে বিক্ষিপ্ত
আকাশ ওঠবে হেসে সূর্যের আলোতে
ঝলমলে হবে রাত চাঁদের পরশে।
অশ্রু ঝরতে ঝরতে শুকিয়ে যাবে
জমাট বাঁধবে বুকে।
মনের গহীনে পাখির কলতানে
সুর বাজবে নতুন ভোরে
ফুল ফুটবে বাগানে, সুরভিত হবে প্রাণ
জীবন খুজে পাবে সময়ের শ্রেষ্ঠ পথ
শুরু হবে কোনো মর্যাদার অধ্যায়
কিন্তু তুমি থাকবে না অপেক্ষায়
আমার এই সাফল্য অবেলায়।
বড্ড দীর্ঘশ্বাসের গল্প বলায়, ছুটে চলা
জীবনের অবিরাম সৌন্দর্যে
তুমিহীন তবুও সংগ্রাম।
সময়ের বিকল্প হৃদয়ের চোরাগলিতে
চাই এখন প্রাণপণে শুধু হারিয়ে যেতে
জটিল হিসেবের বাইরে।