🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥
ভেবো না, শোকাহত সংখ্যায়-
জীবন এক স্বপ্নহীন শূন্যতা !
শ্রমিকের ঘামেই উত্থিত প্রাণ-
শ্রমের মাঝেই জীবনের পূর্ণতা!!
আত্মা যে ঘুমায়, প্রতিকূল পথে
যেখানে দেখি মৃত্যুর আয়না
কিন্তু জীবন বাস্তবতায়! শ্রম দিয়ে
পূর্ণ করি জীবনের বায়না!
মহিমান্বিত জীবন কঠোর সাধনায়
ধৈর্যের পথ ধরে পরম্পরায়
সফল জীবনের গোপন সুড়ঙ্গ তাই-
শ্রমের সাথে কঠোর অধ্যবসায়!!
মৃত্তিকা তুমি,আমি; পৃথিবীর প্রেক্ষাগৃহে -
ধূলিকণার কাছেই ফিরে আসি
পৃথিবীটা দাঁড়িয়ে শ্রমিকের নিঃশ্বাসে
কর্মের মাঝেই কীর্তিমানের হাসি।
আত্মাটা নয় ভোগ্যপণ্য, আমাদের গন্তব্য -
অসীম সময়ের স্রষ্ট্রালয়ে
মানবজীবন সৃষ্টি তাই কষ্ট-ক্লেশের সাথে
পরিশ্রমের এক ঘুর্ণি বলয়ে!!
যাদের শ্রমে গড়ছে এই নগর, সভ্যতা
নন্দিত মুকুট তাদের মাথায়
ভ্রাতৃপ্রেমের বন্ধনে রাখবো হৃদস্পন্দনে
মর্যাদা তাদের বীরত্ব-গাঁথায়!