ভালো করে একটা নির্ঝঞ্ঝাট ঘুম দিতে চাই
স্বপ্নহীন এক ঘুম
ঘুম থেকে ওঠে কড়া করে এক কাপ চা
সতেজ দেহ আর ফুরফুরে মনে একটা দিন
তোমাকে নিয়ে ভাবতে চাই।

এখন
তোমাকে নিয়ে ভাবতে গিয়েই ঘুম নাই
তন্দ্রাঘোরে হাঁপিয়ে ওঠি, তবুও
ঘুমাতে পারি না, রাত জেগে রই
ঘুমচোখে ঘুম নাই
শুধু এলোমেলো স্বপ্নেরা যন্ত্রণা দেয়
নির্ঘুম দীর্ঘ এই রাতে আমার
এক কাপ চা-ই আমার সঙ্গী।