১.
বারুদ নিয়ে খেলা করো তুমি
আগুন জ্বললে তার দোষ
বিঁচি গুনলেই বুঝা যায় অতি
কাঁঠালের ছিলো কয় কোষ।  

২.
তুমি যাকে বলো লাউ
আমি বলি কদু
তবুও তোমার ডাকে
লাগে এতো মধু।

৩.
পিচ ঢাকা পথে দেখি
জলের নিস্তেজ ঢেউ
যতই এগিয়ে যাও
ধরতে পারে না কেউ।