সংযত রসনা, শালীন বসনা
উন্নত মনের ভুবন
সুশীল শ্রবণ, নিগ্রহ নয়ন
সতত শুভ্রতা সুজন।
পবিত্র ভোজন, মধুর যোজন
সফল কাব্যিক জীবন
বাহুল্য বর্জন, সুখের গর্জন
স্বর্গীয় সাধনা ভীষণ।
নাসিকা শাসন, নিষ্প্রভ আসন
অলস বিহীন বিনয়
কর্মঠ মনন, দৈহিক গঠন
স্বাগত মহান বিজয়।