🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
মানুষগুলো মেরে সব নামটাও নিলে কেড়ে
প্রগতির দোহাই দিয়ে আবরণ দিলে ছেড়ে
ফাইলের স্তুপ হয়ে সর্বক্ষণ
রূপ বদলের চলে উন্নয়ন
বললেই উচিত কথা  আসবে শকুন তেড়ে।
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
🖋️আহমাদ সাজিদ উদাসকবি
২৫-০২-২০২২ ♦️রোম