অলস মস্তিষ্ক নিয়ে সকাল-সন্ধ্যা বসে আড্ডাখানা
যেখানে কেবল ডিম পাড়ে শয়তানে
পরশ্রীকাতর ইবলিশের চ্যালারা সেখানে
শয়তানের ঝাণ্ডা উড়ায় পরম তৃপ্তিতে।
বিনামূল্যের ডিম নিয়ে ঘরে ফেরে
আদমের অবোধ সন্তানেরা
যারা চিত্তের দাসত্বে করে শুধু পরচর্চা।
ঘরে এসে তা দেয়, সংকীর্ণ মনের গুপ্তখানায়
দূষিত মগজ থেকে বের হয় কেবল
ফুটফুটে ইবলিশের ছানাগুলো।
সকালে ছানা নিয়ে বের হয় বনী আদম
সন্ধ্যা হতে হতে পরিপূর্ণ রূপে এক ইবলিশ
ছড়িয়ে পড়ে মাঠে, ঘাটে, হাঁটে
সমাজের প্রতিটি কোণায়। প্রতিটি ঘরে।